লক্ষ্মীপুর প্রতিনিধি: শিশুদের মস্তিষ্কের বিকাশ, গণিতের প্রতি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে যাত্রা শুরু করেছে শিক্ষামূলক প্রোগ্রাম "আলোহা"। বৃহস্পতিবার (৩১জুলাই) দুপুরে রায়পুর প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের হলরুমে আনুষ্ঠানিক ভাবে এর যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠানটি কেএফএসসি শিশু কাননের শিশুদের মানসিক গণনাপদ্ধতি’ শিখিয়ে তাদের গণিত ভীতি, গণিতে দক্ষতা বৃদ্ধি, মস্তিষ্কের পূর্ণ বিকাশ, পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কেএফএসসি শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু, কাজী হাসানুজ্জামান-অজিউল্যাহ মাদরাসার মুহতামিম মাওলানা ফারুক হোসাইন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, আলোহা বাংলাদেশের এজিএম একাউন্ট এন্ড ফাইনান্স মোঃ আবদুর রাজ্জাক, ডেপুটি ম্যানেজার মনজুর মোর্শেদ, ব্র্যাঞ্চ অপারেটর দিদারুল ইসলাম, ফারুক হোসেন, মাছরুল হোসাইন, শাহাদাত হোসেন, নোয়াখালী কো-অর্ডিনেটর অনামিকা সুত্রধর, লক্ষ্মীপুর কো-অর্ডিনেটর সাবরিনা ইয়ামিন, শিক্ষক মাশফিকা আহমেদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য ‘মেন্টাল অ্যারিথমেটিক’ বা ‘মানসিক গণনাপদ্ধতি’ শিখিয়ে থাকে আলোহা ইন্টারন্যাশনাল। এটি গণিতের এমন একটি পদ্ধতি, যার দ্বারা শিশুরা কাগজ, কলম বা ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই বড় ধরনের গাণিতিক সমস্যার সমাধান করে ফেলতে পারে। এতে শিশুদের গাণিতিক দক্ষতা তো বাড়েই, সঙ্গে এই পদ্ধতি সাহায্য করে মস্তিষ্কের পূর্ণাঙ্গ বিকাশের ক্ষেত্রেও।
আপনার মতামত লিখুন: